‘আরেক ফাল্গুন’ বইয়ের ওপর ঢাবি বন্ধুসভার পাঠচক্র অনুষ্ঠিত

২৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ভার্চ্যুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে পাঠচক্র অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বছরের দ্বিতীয় পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ভার্চ্যুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত পাঠচক্রের নির্ধারিত বই ছিল জহির রায়হানের লেখা উপন্যাস ‘আরেক ফাল্গুন’।

পাঠচক্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহসভাপতি তামান্না আক্তার। পাঠচক্রে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাফিন উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা আক্তার রক্তি ও ইশরিকাত হাসান ইমন, পরিবেশবিষয়ক সম্পাদক আনমুন জেসমিন, ক্রীড়া সম্পাদক খোরশেদ, বন্ধু তানজিম আরা মুমু, তানভির আহমেদ ও আফরোজা সুলতানা তৃণা।

বন্ধুরা বইটি সম্পর্কে তাঁদের অনুভূতির কথা জানান। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত বইটির আলোচনায় উঠে আসে ভাষার জন্য বাঙালির ত্যাগের ইতিহাস। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহিদদের ত্যাগের ইতিহাস স্মরণ করে ভবিষ্যতে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞার মধ্য দিয়ে শেষ হয় ঢাবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র।

সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা