‘আরেক ফাল্গুন’ বই নিয়ে এমসি কলেজ বন্ধুসভার পাঠচক্র

‘আরেক ফাল্গুন’ বই নিয়ে এমসি কলেজ বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

সিলেট এমসি কলেজ বন্ধুসভার নতুন বছরের দ্বিতীয় পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পাঠচক্রের নির্ধারিত বই ছিল জহির রায়হানের লেখা ‘আরেক ফাল্গুন’।

পাঠচক্র পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্রজিত কর জয়। জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হলেও সময়টা ছিল ১৯৫৫। এই ১৯৫৫ সালে আমাদের শহীদ মিনারের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল।

লেখক মূলত এই বইটি ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি পালনকে কেন্দ্র করে রচনা করেছেন। ছাত্রছাত্রীরা সেদিন কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা উত্তোলন করেছিলেন। পুলিশ তাদের লাঠিপেটা করে।

বইটি পড়লে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা আরও বহুগুণ বেড়ে যায়। কারণ, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এই ভাষা পেয়েছি।

‘আরেক ফাল্গুন’ বই নিয়ে এমসি কলেজ বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

পাঠচক্রে আলোচনা করেন সিলেট এমসি কলেজ বন্ধুসভার সহসভাপতি শ্রাবণী রানী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্রজিত কর জয়, যোগাযোগ সম্পাদক উত্তম দাস রিপন, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ইভা সিদ্দিকী প্রমুখ।

উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজ বন্ধুসভার সভাপতি আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক নিশিতা সিনহা, সমাজকল্যাণ সম্পাদক মৌ সরকার, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ।