‘আমি বীরাঙ্গনা বলছি’ বই নিয়ে চবি বন্ধুসভার ১৫তম ভার্চ্যুয়াল পাঠচক্র

পাঠচক্রের নির্ধারিত বই ছিল নীলিমা ইব্রাহিমের লেখা বই ‘আমি বীরাঙ্গনা বলছি’
ছবি: সংগৃহীত

শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ১৫তম এবং বছরের শেষ ভার্চ্যুয়াল পাঠচক্র। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত পাঠচক্রের নির্ধারিত বই ছিল নীলিমা ইব্রাহিমের লেখা বই ‘আমি বীরাঙ্গনা বলছি’।

জুম অ্যাপের মাধ্যমে এই ভার্চ্যুয়াল পাঠচক্র সম্পাদিত হয়। ‘আমি বীরাঙ্গনা বলছি’ বইটির ওপর আলোচনায় অংশ নেন চবি বন্ধুসভার পাঠচক্র সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বন্ধু তানজিফা তুরিন, ইকবাল হোসেন টিটু, মো. রাসেলসহ আরও অনেকে।

‘আমি বীরাঙ্গনা বলছি’ বইটি কোনো কল্পকাহিনির ওপর ভিত্তি করে রচিত নয়, তাই বইটি সবার জন্য অনেক শিক্ষণীয় ছিল। বন্ধুদের মতে, বইটি পড়ার পর নারীদের প্রতি যতটুকু সম্মান আগে ছিল, তার চেয়ে অনেকগুণ সম্মান বৃদ্ধি পাবে। দেশকে স্বাধীন করার জন্য আমাদের নারীরা কত বড় ত্যাগ স্বীকার করেছেন, তা এই বই থেকে ধারণা পাওয়া যায়।

প্রতিবারের মতো এবারও বন্ধুদের অংশগ্রহণে সুন্দরভাবে পাঠচক্র সম্পাদিত হয়েছে। পাঠচক্রে আরও অংশ নিয়েছেন প্রশিক্ষণ সম্পাদক হাসিবুল খান, বন্ধু রোকসানা আক্তার, মোবাশ্বেরা খাতুনসহ নতুন অনেক বন্ধু।

পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা