‘আমগো বাঁচা–মরা তো কেউ দেহে না’

ময়মনসিংহ বন্ধুসভা পালন করেছে ‘শীতে উষ্ণতার ছোঁয়া’ শীর্ষক কম্বল বিতরণ কর্মসূচি
ছবি: সংগৃহীত

আমরা অনেকেই যখন নরম বিছানায় দামি কম্বলের নিচে আরামের ঘুম দিই, তখন রাস্তার ওপর থরথর করে কাঁপে অসখ্য মানুষ। সেই অবহেলিত, বঞ্চিত মানুষের একটু উষ্ণতার পরশ দিতে ময়মনসিংহ বন্ধুসভা পালন করেছে ‘শীতে উষ্ণতার ছোঁয়া’ শীর্ষক কম্বল বিতরণ কর্মসূচি।

বন্ধুরা নিজস্ব অর্থায়নে কম্বল ক্রয় করেন। ৭ জানুয়ারি ময়মনসিংহ শহর হতে সকাল ৯টায় রওনা দিয়ে প্রায় ২০ কিলোমিটার দূরের পরাণগঞ্জ চরাঞ্চলে এ কর্মসূচি পালন করা হয়।

কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে সখিনা বেগম বলেন ‘আমাগো বাঁচা–মরা তো কেউ দেহে না।’

আয়োজন শেষে অর্থায়ন, তালিকা তৈরি, কম্বল ক্রয় ও বিতরণকাজে সহায়তাকারী বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি সাহিদা সনি।

পরাণগঞ্জ চরাঞ্চলে এ কর্মসূচি পালন করা হয়
ছবি: সংগৃহীত

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম অপু ও মেহেদী হাসান শিশির, বন্ধু জিন্নাত, স্বর্ণালী, সাফিন, সাদমান, রনি, নাদিম, সাকিব রিজভী, শাকিল, সুকদেবসহ আরও অনেক বন্ধু।

সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা