আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাতকে সাতক্ষীরা বন্ধুসভার সংবর্ধনা

সাদাত রহমানকে সাতক্ষীরা বন্ধুসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়
ছবি: সংগৃহীত

‘প্রথম আলো বন্ধুসভা তরুণ প্রজন্মের প্ল্যাটফর্ম, যারা আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। যাদের মাধ্যমে মানুষ, সমাজ ও দেশ আলোকিত হচ্ছে। বন্ধুসভা সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। সাংগঠনিক জীবনের প্রথম সংগঠন সাতক্ষীরা বন্ধুসভা, বন্ধুসভার মাধ্যমে সাংগঠনিক বিষয়ে দক্ষতা অর্জন করি। যে কারণে সাতক্ষীরা ও সাতক্ষীরা বন্ধুসভা চিরদিন হৃদয়ে থাকবে।’ ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রথম আলো অফিসে সাতক্ষীরা বন্ধুসভার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলে ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান।

সাদাত রহমানের সাতক্ষীরা বন্ধুসভার সঙ্গে পথচলা ২০১৫ সাল থেকে। সে সাতক্ষীরা বন্ধুসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ছিল। সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাদাতকে ওই পুরস্কার দেয় ‘কিডস রাইটস’ নামে একটি সংগঠন। ‘শিশুদের নোবেল’খ্যাত মর্যাদাকর এই পুরস্কার জয়ের মাধ্যমে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনায় সাদাতকে সংবর্ধনা দিল সাদাতের সাংগঠনিক জীবনের প্রথম সংগঠন প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভা।

এ সময় সাদাত রহমানকে সাতক্ষীরা বন্ধুসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাদাত শুধু সাতক্ষীরা বন্ধুসভার গর্ব নয়, সাদাতের জন্মস্থান মাগুরাবাসীর নয়, সাদাত বাংলাদেশের গর্ব। দেশে বেড়ে উঠেও বিশ্বে যে স্থান সাদাত তৈরি করতে পেরেছে, তা অবশ্যই সৌভাগ্যের।

সাতক্ষীরা প্রথম আলো অফিসে সাতক্ষীরা বন্ধুসভার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা
ছবি: সংগৃহীত

‘শান্তিতে বিশ্বজয়ের কারিগর, সাতক্ষীরা বন্ধুসভার আবিষ্কার’ স্লোগানে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রথম আলো অফিসে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, মাইটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক ঢাকা টাইমস–এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি জাহিদা জাহান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, রাহাতুল ইসলাম, সোহানুর রহমান, হুমাইরা ফারজানা, শেখ শরিফ হাসান প্রমুখ।