আনন্দ-আড্ডায় ময়মনসিংহ বন্ধুসভার পিঠা উৎসব

মনোয়ারা খাতুন পৌর প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ বন্ধুসভার আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনুষ্ঠিত হলো ‘পিঠা উৎসব’। ময়মনসিংহ ব্রিজ মোড়ের জয়বাংলা চত্বরসংলগ্ন মনোয়ারা খাতুন পৌর প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ৫০টি শিশুর জন্য আয়োজন করা হলেও শেষ পর্যন্ত ৭০টি শিশুকে পিঠা খাওয়াতে সক্ষম হয়েছেন বন্ধুরা।

১৯ জানুয়ারি বিকেল থেকে একে একে শিশুরা আসতে শুরু করে। বিদ্যালয়ের একটি কক্ষে বসানো হলে সবাই নাচ, গানসহ আড্ডায় মেতে ওঠে। এরপর পিঠা হাতে বন্ধুরা হাজির হলে অপেক্ষার প্রহর শেষে আনন্দে হাততালি দিতে থাকে শিশুরা।

পিঠা উৎসবের এ আয়োজনে উপস্থিত ছিলেন সভাপতি সাহিদা সনি, সাবেক সভাপতি আবুল বাশার, বন্ধু সাদমান, জাহাঙ্গীর, সাফিন, শিশির, রিজভী, জিন্নাত, স্বর্ণালি, শাকিল, রনি ও ফাহিম।

এ ছাড়া শিশুদের আনা-নেওয়া ও আপ্যায়নে সহযোগিতা করেন বাবু ও আশা।

সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা