আদর্শ পাঠাগারে কুলাউড়া বন্ধুসভার অর্ধশত বই উপহার
প্রথম আলো কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে স্থানীয় ‘আদর্শ পাঠাগারে’ অর্ধশত শিশুতোষ বই প্রদান করা হয়। ৮ ফেব্রুয়ারি বিকেলে আদর্শ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব বই প্রদান করা হয়।
কুলাউড়া বন্ধুসভার সভাপতি ও টি এন খানম সরকারি কলেজের প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও উপদেষ্টা শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. খালিক উদ্দিন, এম এ গণি আদর্শ কলেজের প্রভাষক সাবিনা ইয়াসমিন, কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা কাওছার আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার সহসভাপতি আশিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন বাবু, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক কামরুল চৌধুরীসহ কুলাউড়া বন্ধুসভার অন্য বন্ধুরা।
সভায় প্রথম আলো কুলাউড়া বন্ধুসভার বন্ধুরা আদর্শ পাঠাগারের বইপড়া কার্যক্রমের সঙ্গে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও কুলাউড়া বন্ধুসভার বইমেলা সম্পাদক আনিকা তাবাসসুমের পক্ষ থেকে বইগুলো বিতরণ করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়া বন্ধুসভা