‘আজকের দিনটি বাবাদের’

ইস্টার্ন ইউনিভার্সিটির বন্ধুরা বৃষ্টিতে ভিজে পালন করে এক অন্য রকম বাবা দিবস
ছবি: সংগৃহীত

সন্তানের যেকোনো আবদার জুড়ে যে মানুষটা থাকে, পছন্দের খাবারটি নিজে না খেয়ে সন্তানের জন্য যে রেখে দিতে পারে, ঈদে সবাইকে নতুন জামা কিনে দিলেও প্রায়ই যাদের আগের ঈদের পাঞ্জাবিটাই পরতে ভালো লাগে। আমাদের জীবনের সেই অদ্ভুত চরিত্রটির নাম ‘বাবা’।

খেটে খাওয়া রিকশাচালক ৫০ জন বাবাকে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে রেইনকোট, মাস্ক এবং ভালোবাসার একটি গোলাপ উপহার দেওয়া হয়
ছবি: সংগৃহীত

মূলত বাবার দেখানো ভালোবাসাটা চাপা পড়ে যায় বাস্তবতা, চাহিদা, যান্ত্রিকতার মধ্যেই। কিন্তু ভালোবাসায় ঘাটতি থাকে না একটুও। সমাজে ধনী–গরিব নির্বিশেষে বাবা থাকেন সংসারের ওপর বটবৃক্ষের ছায়ার মতো করে। জীবনে যা–ই হয়ে যাক না কেন, আস্থার জায়গাটা জুড়ে সব সময়ই বাবা থাকেন।

খেটে খাওয়া রিকশাচালক ৫০ জন বাবাকে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে রেইনকোট, মাস্ক এবং ভালোবাসার একটি গোলাপ উপহার দেওয়া হয়
ছবি: সংগৃহীত

শক্ত আচারের কৌটার মুখ খুলে দেওয়া থেকে শুরু হয়ে ছোটবেলায় ঘুরতে নিয়ে যাওয়া, সবকিছুর সঙ্গেই থাকে বাবা। বাবার ওপর নির্ভরশীলতার জায়গাটি সেখানেই। দিন শেষে এত ত্যাগের পরে তাই একটা ধন্যবাদ অবশ্যই এই মানুষটার প্রাপ্য। ২০ জুন বাবা দিবসে সেই বাবাদের পাশে দাঁড়াতে ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা একটি ব্যতিক্রমী আয়োজন করে। আয়োজনের শিরোনাম ছিল ‘আজকের দিনটি বাবাদের’।

খেটে খাওয়া রিকশাচালক ৫০ জন বাবাকে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে রেইনকোট, মাস্ক এবং ভালোবাসার একটি গোলাপ উপহার দেওয়া হয়
ছবি: সংগৃহীত

এই আয়োজনে খেটে খাওয়া রিকশাচালক ৫০ জন বাবাকে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে রেইনকোট, মাস্ক এবং ভালোবাসার একটি গোলাপ উপহার দেওয়া হয়।

খেটে খাওয়া রিকশাচালক ৫০ জন বাবাকে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে রেইনকোট, মাস্ক এবং ভালোবাসার একটি গোলাপ উপহার দেওয়া হয়
ছবি: সংগৃহীত

করোনাকালীন পরিস্থিতিতেও নিরাপদে মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই বাবাদের। রিকশাচালক এই বাবাদের যাতে বৃষ্টির পানিতে ঠান্ডা থেকে বাঁচানো যায়, সেই লক্ষ্যেই নেওয়া হয় এই উদ্যোগ। আজ এই বৃষ্টিতে ইস্টার্ন ইউনিভার্সিটির বন্ধুরা তাঁদের সঙ্গে বৃষ্টিতে ভিজে পালন করে এক অন্য রকম বাবা দিবস।

খেটে খাওয়া রিকশাচালক ৫০ জন বাবাকে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পক্ষ থেকে রেইনকোট, মাস্ক এবং ভালোবাসার একটি গোলাপ উপহার দেওয়া হয়
ছবি: সংগৃহীত