অসাম্প্রদায়িক চেতনায় বান্দরবান বন্ধুসভার ফানুস উড্ডয়ন

বান্দরবান বন্ধুসভার ফানুস উড্ডয়ন
ছবি: সংগৃহীত

সাম্প্রদায়িকতার বিষবাষ্পে পুরো দেশ যখন বিষাক্ত, ঠিক সেই ক্রান্তিলগ্নে ফানুস উড্ডয়নের মাধ্যমে প্রথম আলো বান্দরবান বন্ধুসভার অসাম্প্রদায়িকতার ডাক। বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ২১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় স্বর্ণমন্দির ব্রিজে অনুষ্ঠিত হয়।

বান্দরবান বন্ধুসভার ফানুস উড্ডয়ন
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বান্দরবান বন্ধুসভার উপদেষ্টা রাজেশ দাশ, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসান, আইনজীবী কৌশিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অসাম্প্রদায়িক ও বিশ্বশান্তি কামনায় ফানুস উড্ডয়ন করা হয়।

বান্দরবান বন্ধুসভার ফানুস উড্ডয়ন
ছবি: সংগৃহীত

বান্দরবান বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক বিতনময় তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বান্দরবান অসাম্প্রদায়িক ও শান্তি–সম্প্রীতির এক অনন্য উদাহরণ। বন্ধুসভার মাধ্যমে অসাম্প্রদায়িকতার বীজ সারা দেশে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা।

সাংগঠনিক সম্পাদক, বান্দরবান বন্ধুসভা