অসহায়দের মধ্যে সৈয়দপুর বন্ধুসভার ঈদ উপহার

অসহায়দের মধ্যে সৈয়দপুর বন্ধুসভার ঈদ উপহার
ছবি: সংগৃহীত

‘প্রতিবার খালি সেমাই–চিনিই পাই। পোলাও আর গোশত কিনিরও পাই না আর খাবার পাই না। তোমার ঈদ উপহার দিয়া এইবার ঈদোত সবার মতো হামরাও পোলাও গোশত খাবার পামো।’

কথাগুলো বলছিলেন ৬৫ বছর বয়সী ছকিনা বেওয়া (ছদ্মনাম)। একাই থাকেন বাড়িতে। কাজ করতেন বিভিন্ন হোটেলে প্লেট–গ্লাস পরিষ্কার করার। করোনার কারণে অনেক দিন থেকে বাসায় পড়ে আছেন। তাই ঈদে ভালো কিছু খাওয়ার আশা ছিল না। সৈয়দপুর বন্ধুসভার ঈদ উপহার হাতে পেয়ে খুশিতে ছকিনা বেওয়া বলেন, ‘তোমার আল্লাহ ভালো করবে তোমরা অনেক উপকার করলেন।’

১২ মে বুধবার বৈরী আবহাওয়ার মধ্যেও সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা বৃষ্টিতে ভিজে বাজার করেন। এরপর ছকিনা বেওয়ার মতো ৩০টি পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে বন্ধুরা হাতে তুলে দেন ঈদ উপহার।

ঈদ উপহারসামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, মুরগি, তেল, লবণ ও মাংসের মসলা। উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি ডালিম রায়, সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক আহসান হাবিব জনি, দপ্তর সম্পাদক রাকিব হাসান নিলয়, প্রশিক্ষণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক শারমিন আরা তিশা।

বন্ধুসভার এই উদ্যোগ সফল করার জন্য সহযোগিতা করেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, উপদেষ্টা আহমেদা ইয়াসমিন ইলা, সাইফুল ইসলাম ও বন্ধুসভার বন্ধুরা।

অর্থ সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা