অসহায় পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার

সিলেট জেলার ৫৪ টি অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতা ও ঈদ উপহার পৌঁছে দিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা।
ছবি: সংগৃহীত

বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা অসহায় পরিবারের ঘরে ঘরে ঈদের উপহার পৌঁছে দিয়েছে। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঈদের উপহার হিসেবে টাকাও দেওয়া হয়েছে। ৭ মে থেকে শুরু করে এখন পর্যন্ত সিলেট জেলার ৫৪ টি অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতা ও ঈদ উপহার পৌঁছে দিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা।

সিলেটের বিভিন্ন এলাকায় বন্ধুরা অসহায় পরিবারের খোঁজ নেন। এরপর যাচাই–বাছাই করে তাদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঈদের উপহার হিসেবে টাকা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাঁরা অসহায় মানুষকে ঈদের উপহার দেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, সেমাই, দুধ, চিনি, দারুচিনি, এলাচি ও কিসমিস।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি খায়রা তুজ জাহান বলেন, ‘বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্দেশে আমরা “সহমর্মিতার ঈদ-২০২১” কর্মসূচির কাজ শুরু করি। উপদেষ্টা ও বন্ধুদের সহযোগিতার পাশাপাশি ফেসবুকে আমাদের ইভেন্ট দেখে অনেক দানশীল ব্যক্তি আমাদের ডাকে সাড়া দিয়ে সহযোগিতা করেছেন। আমরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষ খুঁজে ঈদের উপহার পৌঁছে দিয়েছি। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ঈদের উপহার হিসেবে টাকা দিয়েছি। আমাদের এ রকম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সাধারণ সম্পাদক তানিম আহমদ বাবর, পাঠচক্র সম্পাদক আফনান সেলিম, প্রতিষ্ঠাকালীন সভাপতি রুমেন চৌধুরী, সাবেক সভাপতি এনায়েতুর রহমান চৌধুরী মাহির, অনুষ্ঠান সম্পাদক ফারহান বাহার চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান শিলা প্রমুখ।

প্রচার সম্পাদক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা