‘অসমাপ্ত আত্মজীবনী’ দিয়ে কুবি বন্ধুসভার প্রথম পাঠচক্র অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রথম পাঠচক্র
ছবি: বন্ধুসভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রথম আলো বন্ধুসভার ২০২২ সালের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বিকাল চারটায় সাধারণ সম্পাদক ঐশী ভৌমিকের সঞ্চালনায় ও গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

নতুন কার্যনির্বাহী সদস্যদের পরিচিতি সভার মাধ্যমে পাঠচক্রের শুভসূচনা হয়। এরপর শুরু হয় মূল বইয়ের আলোচনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ছিল পাঠচক্রের বিষয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রথম পাঠচক্র
ছবি: বন্ধুসভা

পাঠচক্রে জাতির জনকের জন্ম, শৈশব, কৈশোর, রাজনৈতিক কর্মকাণ্ডসহ বইটির গ্রন্থ সংকলনের ইতিহাস তুলে ধরেন কুবি বন্ধুসভার ম্যাগাজিনবিষয়ক সম্পাদক মো. মানছুর আলম ও সদস্য রুপম দাস। এ সময় বন্ধুরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আলোচকদের কাছ থেকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং জাতির জনকের ঐতিহাসিক ঘটনাবলির স্মৃতিচারণা করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রথম পাঠচক্র
ছবি: বন্ধুসভা

পাঠচক্র সম্পর্কে কুবি বন্ধুসভার সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা মূলত একটি পাঠক সংগঠন। বন্ধুসভা বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি বই পড়াকে গুরুত্ব দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ভাষার মাসে আমরা জাতির জনকের অখণ্ড দলিল অসমাপ্ত আত্মজীবনী পাঠের আয়োজন করি।’