অর্ধশতাধিক মানুষকে মৌসুমি ফল খাওয়াল সাভার বন্ধুসভা

২৫ জুন শুক্রবার সাভার বন্ধুসভা ফল উৎসব পালন করে।
ছবি: সংগৃহীত

অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষকে মৌসুমি ফল খাওয়াল সাভার বন্ধুসভার বন্ধুরা। ২৫ জুন শুক্রবার সাভার বন্ধুসভা এ কর্মসূচি পালন করে।
করোনা পরিস্থিতি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সাভার সিটি সেন্টার-সংলগ্ন মাশরুম সেন্টারের সামনে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১১টায় শুরু হয় ‘ফল উৎসব’ শিরোনামের এই আয়োজন। আয়োজনে সবাইকে মৌসুমি ফল আম ও কাঁঠাল খাওয়ানো হয়।

২৫ জুন শুক্রবার সাভার বন্ধুসভা ফল উৎসব পালন করে।
ছবি: সংগৃহীত

২৫ জুন শুক্রবার সাভার বন্ধুসভা ফল উৎসব পালন করে।উৎসবে অংশগ্রহণ করা রহিমা আক্তার ভিক্ষা করে কোনোমতে সংসার চালান। যা ভিক্ষা পান, তা দিয়ে তিন বেলা খাবারই ঠিকমতো জোটে না, ফল তো দূরের কথা। এই অবস্থায় বিনা মূল্যে ফল পেয়ে তিনি নিজের আনন্দ প্রকাশ করেন।
১৫ বছরের শিশু নাইম জানায়, তার বাবা স্বল্প আয় দিয়ে ফল কিনতে পারেন না, তাই এবার আম খাওয়া হয়নি। সাভার বন্ধুসভার উদ্যোগে ফল খেতে পেয়ে নাইম অনেক খুশি।

২৫ জুন শুক্রবার সাভার বন্ধুসভা ফল উৎসব পালন করে।
ছবি: সংগৃহীত

সাভার বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম জানান, তাঁরা প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং করে যাবেন।
সাধারণ সম্পাদক প্রিন্স ঘোষ বলেন, প্রথম আলো বন্ধুসভা সব সময় ভালোর সঙ্গে থাকে এবং ভালো কাজ করে। সাভার বন্ধুসভাও মানুষের জন্য কাজ করছে।