অবরোধ বাসিনী বই নিয়ে গোপালগঞ্জ বন্ধুসভার পাঠচক্র

গোপালগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

জাতীয় গ্রন্থাগার দিবস পালন করেছে গোপালগঞ্জ বন্ধুসভা। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯টায় অনলাইন আলোচনা ও পাঠচক্রের আয়োজন করা হয়।

আলোচনায় ১৯৩১ সালে প্রকাশিত বেগম রোকেয়া রচিত গ্রন্থ ‘অবরোধ বাসিনী’ নিয়ে আলোচনা করা হয়। পাঠচক্রে ভারতবর্ষীয় নারীদের, বিশেষ করে মুসলমান সমাজে নারীদের অবরোধ প্রথার জন্য নানামুখী সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বক্তারা মোট ৪৭টি ঘটনা–সংবলিত অণুগল্প আকারে লেখা বইয়ের নানাবিধ বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া বর্তমান সমাজ, সংস্কৃতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের বেহাল ও বৈষম্য বিষয়ে বক্তারা বিভিন্ন তথ্য–উপাত্ত দিয়ে আলোকপাত করেন। একই সঙ্গে নারীর অধিকার সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনায় জাতীয় গন্থাগার দিবসে পুঁজিবাদী সমাজব্যবস্থায় মোড়ানো ধূম্রজাল থেকে বেরিয়ে আসার জন্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বই পড়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পাঠচক্রে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা নতুন শেখ, সাবেক সভাপতি সাকিব হুসেইন, সভাপতি মো. আশিকুল ইসলাম, সহসভাপতি মো. আসাদুজ্জামান ও মো. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সত্যেন সরকার, প্রচার সম্পাদক মো. সজীব রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সীমান্ত সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক মো. আকিক তানজিল প্রমুখ।

ম্যাগাজিন সম্পাদক, গোপালগঞ্জ বন্ধুসভা