অনুষ্ঠিত হলো বন্ধুসভার বরিশাল অঞ্চলের ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক

অনুষ্ঠিত হলো বন্ধুসভার বরিশাল অঞ্চলের ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক
ছবি: সংগৃহীত

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে বরিশাল অঞ্চলের বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হলো ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২১। ১৯ এপ্রিল সোমবার বেলা তিনটায় অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন বরিশাল বিভাগের ১১টি বন্ধুসভার বন্ধুরা। অংশগ্রহণকারী বন্ধুসভাগুলো হলো বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, নলছিটি, গৌরনদী, কলাপাড়া, পিরোজপুর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়। জুম ক্লাউড মিটিং অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত এ বৈঠকে ৯৮ বন্ধু অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত হলো বন্ধুসভার বরিশাল অঞ্চলের ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক
ছবি: সংগৃহীত

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বৈঠক আরম্ভ হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ, সাধারণ সম্পাদক মৌসুমী মৌ, সাংগঠনিক সম্পাদক প্রিন্স শাহ আলম, ইতিহাস, ঐতিহ্য ও ভ্রমণবিষয়ক সম্পাদক সাইদুল হাসান, অনুষ্ঠান সম্পাদক চৈতী চক্রবর্তী, ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক রুকাইয়া জহির প্রমুখ।

জাতীয় পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশীদ তাঁর বক্তব্যে বন্ধুসভার গঠনতন্ত্রের বৈশিষ্ট্য ও মূল বিষয়সমূহ তুলে ধরেন। তিনি বন্ধুদের গঠনতন্ত্র পাঠে আরও মনোযোগী হওয়া, এর মর্যাদা অক্ষুণ্ন রেখে সব কার্যক্রম সম্পন্ন করা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হওয়াসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠিত হলো বন্ধুসভার বরিশাল অঞ্চলের ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক
ছবি: সংগৃহীত

বৈঠকে প্রতিটি বন্ধুসভার একজন প্রতিনিধি তিন মিনিট বক্তব্য প্রদানের সুযোগ পান। বন্ধুরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাঁদের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক অভিজ্ঞতা, বন্ধুসভা নিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ। বৈঠকটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার প্রচার সম্পাদক ফাহমিনা বর্ষা।