অনুষ্ঠিত হলো নোয়াখালী বন্ধুসভার নবীনবরণ ও বসন্তবরণ

নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় নোয়াখালী বন্ধুসভার বসন্তের প্রথম সভা
ছবি: মাহফুজ আহমেদ চৌধুরী

১৯ ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো নোয়াখালী বন্ধুসভার বসন্তের প্রথম সভা। সভায় ঋতুরাজ বসন্তকে বরণের পাশাপাশি নোয়াখালী বন্ধুসভার একদল নবীন বন্ধুকে বরণ করে নেওয়া হয়। নোয়াখালী বন্ধুসভার নতুন বন্ধু সংগ্রহ–২০২১ কার্যক্রমের নির্বাচিত বন্ধুরা সভায় অংশগ্রহণ করেন। নতুন বন্ধুদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুরা।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মো. মাহফুজুর রহমান এবং নোয়াখালী জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মাহফুজের রহমান। তাঁরা বন্ধুদের বসন্তের শুভেচ্ছা জানিয়ে নতুন বন্ধুদের মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার সাবেক সভাপতি ও উপদেষ্টা কামাল হোসেন, সাবেক সভাপতি সুমন নূর, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন দোলন ও সাহিত্য সম্পাদক নিথিন রায়।

সভার শুরুতে নতুন-পুরোনো সব বন্ধুর পরিচয় পর্বের পর নোয়াখালী বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন রাতুল ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ চৌধুরী নতুন বন্ধুদের বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং নতুন বন্ধুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভায় ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ। তিনি নতুন-পুরোনো সব বন্ধুকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভার শেষদিকে নতুন বন্ধু তাবাসসুম আক্তার হিমু ও আশরাফুল আলম কবিতা আবৃত্তি করে শোনান। পুরো সভাটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ।