অটিস্টিক শিশুদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আনন্দঘন বিকেল

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আনন্দঘন বিকেল
ছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে অ্যাঞ্জেল’স গার্ডেনের অটিস্টিক শিশুদের জন্য ১১ ফেব্রুয়ারি বিকেলটি ছিল অন্য রকম। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ সেখানে হাজির হয় চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। সঙ্গে ছিল নিজেদের বাড়িতে বানানো পিঠাপুলি। এ শিশুদের পিঠাপুলি খাওয়ানোর জন্যই বন্ধুদের ছিল এ আয়োজন।

অ্যাঞ্জেল’স গার্ডেনে ১০ জন অটিস্টিক শিশু থাকে। তাদের দেখাশোনা করার জন্য দুজন নারী দায়িত্ব পালন করেন। এই প্রতিষ্ঠানের খরচ পরিচালনা করেন নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ভালো মনের মানুষ। এখানে শিশুদের শিক্ষাসহ বিনোদনমূলক কর্মকাণ্ড শেখানো হয়।

অ্যাঞ্জেল’স গার্ডেনে প্রবেশ করতেই শিশুরা বন্ধুদের আন্তরিকতার সঙ্গে বরণ করে। বন্ধুরা প্লেটে সাজিয়ে তাদের পিঠাপুলি খেতে দেন। পিঠাপুলির মধ্যে ছিল তেলপিঠা, পাটিসাপটা পিঠা, নারকেলপুরি, ডালপিঠা, পুডিং, সেমাই ও লাড্ডু। এ ছাড়া সবার জন্য ছিল চকলেট, পপকর্ন ও বিস্কুট।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আনন্দঘন বিকেল
ছবি: বন্ধুসভা

এরপর সবাই মেতে ওঠে এক আনন্দঘন অনুষ্ঠানে। অটিস্টিক শিশুদের মধ্যে নাচ পরিবেশন করে রাফিয়া, কেয়া, নিশান ও সবুজ। তাদের সঙ্গে যোগ দেন বন্ধুরা। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি ওজিফা খাতুন শিশুদের হাত ধরে নাচ শিখিয়ে দেন। সব মিলিয়ে হাসি-আনন্দ-উচ্ছ্বাস আর হইহুল্লোড়ের মধ্য দিয়ে বিকেলটি অতিবাহিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আনন্দঘন বিকেল
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন অ্যাঞ্জেল’স গার্ডেনের সভাপতি চিকিৎসক আনোয়ার জাহিদ ও কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, ফারুকা বেগম, জহিরুল ইসলাম, মনোয়ারা খাতুন, রাইহানুল ইসলাম; সভাপতি আলী উজ্জামান নূর; সাধারণ সম্পাদক আরাফাত মিলেনিয়াম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান; অর্থ সম্পাদক সাঈদ মাহমুদ; দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সারমিন আকতার; জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক আরেফিন অপু; কার্যকরী সদস্য সোনিয়া খাতুন; বন্ধু অলিউল কারিম প্রমুখ।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার আনন্দঘন বিকেল
ছবি: বন্ধুসভা