‘বাংলাদেশের নায়কেরা: সফলদের স্বপ্নগাথা’ বই নিয়ে পাঠচক্র

গাজীপুর বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

শীতের পড়ন্ত বিকেলে, মিষ্টি রোদ আর হিমেল হাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ! ১০ জানুয়ারি এমনই পরিবেশে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের নায়কেরা: সফলদের স্বপ্নগাথা’ বই নিয়ে পাঠের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সহসভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় পরিচয়পর্বের পর শুরু হয় পাঠ আলোচনা। বন্ধু জাহাঙ্গীর আলমের আলোচনায় উঠে আসে, বইটিতে মোট ১৯ জন দেশবরেণ্য ব্যক্তির বড় হওয়া, কর্ম, দেশপ্রেম এবং প্রাপ্তি নিয়ে চমৎকার বর্ণনা আছে। বইটিতে স্থান পেয়েছেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, অর্থনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, খেলোয়াড় ও সমাজকর্মী।

পাঠচক্র শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বিখ্যাত মানুষেরা হলেন রেহমান সোবহান, ফজলে হাসান আবেদ, মুহাম্মদ ইউনূস, এম আর খান, জামিলুর রেজা চৌধুরী, আবদুল্লাহ আবু সাঈদ, পলান সরকার, কার্তিক পরামানিক প্রমুখ।

আলোচনা শেষে বইটি সম্পর্কে কয়েকজন মতামত দেন। অনেক বন্ধু আবারও বইটি পড়ার আগ্রহ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আরিফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমদাদুল ইসলাম, প্রচার সম্পাদক তানভীর হাসানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা