শরৎচন্দ্রের ‘পরিণীতা’ উপন্যাস নিয়ে রাবি বন্ধুসভার পাঠচক্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে পাঠচক্র শেষে রাবি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পরিণীতা’ নিয়ে পাঠের আসর করেছে রাবি বন্ধুসভা। ২৩ নভেম্বর বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এটি অনুষ্ঠিত হয়।

হেমন্তের স্নিগ্ধ বিকেলে সাধারণ সম্পাদক রহিমা সিদ্দিকির সভাপতিত্বে এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় পাঠচক্রে বন্ধুরা বইটি নিয়ে আলোচনা করেন।

বন্ধুদের আলোচনায় উঠে আসে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ললিতা। সে মা-বাবা মরা অনাথ সন্তান। উপন্যাসটিতে ললিতার মামা গুরুচরণকে দিয়ে সমাজের কন্যাদায়গ্রস্ত পিতাদের চিত্র অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। ললিতা ও শেখরের মধ্যকার অপ্রকাশিত অনুভূতি ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। তৎকালীন সমাজে জায়গাজমি, বাড়িঘর বন্ধক রেখে সুদের বিনিময়ে টাকা ধার নেওয়া এবং পরবর্তী সময়ে মহাজনদের অর্থলোভী এবং দখলদারদের চিত্র ফুটে উঠেছে শেখরের বাবা নবীন রায়ের চরিত্রে। এ ছাড়া আমাদের সমাজে ধনী-গরিব ও জাতিগত বৈষম্য রয়েছে; সেই বিষয়ও লেখক দেখিয়েছেন। সুখের পরিণতির মধ্যে এ উপন্যাসের সমাপ্তি হয়।

পাঠচক্রে উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভা সহসভাপতি রায়হান হোসেন, বন্ধু মো. বাধঁন, মো. নাঈমসহ অন্য বন্ধুরা।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, রাবি বন্ধুসভা