মাদকবিরোধী আন্দোলন ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা

মাদককে শিক্ষার্থীদের ‘না’
ছবি: বন্ধুসভা

মাদক গ্রহণের কারণ কী? মাদক গ্রহণ শরীরের কী কী ক্ষতি করে, তা জানার পরও মানুষ মাদক নেয় কেন? মাদকাসক্তি থেকে মুক্তি পেতে চিকিৎসা ছাড়া অন্য উপায় কী? মাদকের উৎপত্তি আমরা বন্ধ করতে পারি না কেন? খুদে শিক্ষার্থীদের এমন নানা কৌতূহলী প্রশ্ন উঠে আসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভায়। উপস্থিত আলোচকেরা এসব প্রশ্নের জবাব দেন।

১৪ মার্চ রংপুর নগরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভার আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। তাদের মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এতে সহযোগিতা করেছে রংপুর বন্ধুসভা।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী এই সভায় বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। সঞ্চালনা করেন রংপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুর জামান।

বক্তব্য দেন রংপুর ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের বাংলা মাধ্যমের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ইংরেজি মাধ্যমের অধ্যক্ষ ইয়াসিন নূর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন, আয়োজক স্কুলের চেয়ারম্যান সেরাফুল হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক, রংপুর বন্ধুসভার সভাপতি রওনক জাহান ও আয়োজক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা মুক্তা প্রমুখ।

সভা শেষে শিক্ষার্থীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে একটি করে জ্যামিতি বক্স উপহার দেওয়া হয়। সেই সঙ্গে ভালো তিনজন প্রশ্নকারী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করেন অতিথিরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা