‘একুশে ফেব্রুয়ারি একই সঙ্গে নিজের মাতৃভাষা উদ্যাপন ও ভাষাশহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করার দিন। ৭৩ বছর আগে বাংলা ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছিলেন, তাঁদের অবদান চিরকাল আমাদের স্মৃতিতে অম্লান থাকবে। তাঁদের আত্মত্যাগের জন্যই দিনটি বিশ্বদরবারে আমাদের গর্বের প্রতীক হয়ে আছে এবং থাকবে।’
দিবসটি উদ্যাপন উপলক্ষে সব ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের শ্রদ্ধা জানাতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ইব্রাহিম তানভীর, সহসভাপতি শাওন রায়, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আতিয়া ফাইজাহসহ অন্য বন্ধুরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে বন্ধুরা ভাষা আন্দোলন নিয়ে আলাপচারিতায় মগ্ন হন। কথামালায় বন্ধু ইকবাল হোসেন বলেন, ‘নিজের ভাষায় কথা বলতে না পারার কষ্টটা যে কী, তা যাঁরা প্রবাসী, তাঁরাই ভালোভাবে উপলব্ধি করেন। আমার এক ভাই অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানের যান্ত্রিক জীবনে কথা বলার কোনো সঙ্গী নেই। তাই যখনই আমাকে ফোন করেন, তখন অনেক কথা বলেন। এবং বলেন যে মাতৃভাষায় কথা বলতে না পারাটা যেন পানিতে ডুবে মারা যাওয়ার শামিল।’
বন্ধু এমদাদ বলেন, ‘আমরাই একমাত্র জাতি, যারা ভাষার জন্য অকাতরে জীবন দিয়েছি। আবার আমরাই সেই জাতি, যারা নিজের মাতৃভাষায় কথা বলতে হীনম্মন্যতায় ভুগি।’
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা