বন্ধুদের হাত ধরেই এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ

ভালো কাজের প্রত্যয় ঝালকাঠি বন্ধুসভার বন্ধুদেরছবি: বন্ধুসভা

‘দীর্ঘদিন ধরে আমি নানাভাবে বন্ধুদের কেউ মাদক নেয় কি না বা কোনো অপকর্মে জড়িত কি না, এগুলো খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। সত্যি বলতে এখন পর্যন্ত কোনো বন্ধুকে অপকর্ম কিংবা মাদক সেবন করে, এমন কাউকে পাইনি। বন্ধুদের নিয়ে আমরা সত্যিই গর্বিত হতে পারি। এই নেতৃত্ব থাকা তরুণেরা বেশ নান্দনিকভাবেই কার্যক্রম এগিয়ে নিচ্ছে।’ ১৯ জানুয়ারি ঝালকাঠি বন্ধুসভার বন্ধুদের উদ্দেশে এ কথা বলেন প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ। এ সময় তিনি বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিন জেলা প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠি বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৪–এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সকাল ১০টায় খান জাহান রিমনের সভাপতিত্বে নতুন কমিটি ও বন্ধুদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা ইসরাত জাহান, আক্কাস সিকদার, হাসান মাহামুদ, ছবির হোসেন, আল আমিন তালুকদার, জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক ও প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ।

অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে বন্ধুসভার উপদেষ্টা, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য ও নতুন বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ঝালকাঠি বন্ধুসভাকে ২০২৩ সালে সেরা দশে নিয়ে আসায় বিগত বছরের সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপদেষ্টা ইসরাত জাহান বন্ধুদের উদ্দেশে বলেন, ‘প্রতিবছর নানা কার্যক্রমের মাধ্যমে ঝালকাঠি বন্ধুসভা সুনাম কুড়িয়ে আসছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে থাকা সবার প্রতি শুভকামনা এবং আগে দায়িত্বে থাকা কমিটির সদস্যদের প্রতি ধন্যবাদ জানাই। ওদের এমন কার্যক্রমই প্রমাণ করে এই বন্ধুদের হাত ধরেই এগিয়ে চলবে লাল সবুজের বাংলাদেশ।’

উপদেষ্টা আক্কাস সিকদার বলেন, ‘সংগঠনটি শুরু থেকে নিজেদের জৌলুশ ধরে রেখেছে। দিন দিন তাদের কার্যক্রম আগের কার্যক্রমকে ছাপিয়ে যাচ্ছে। একই ধারায় এগিয়ে যাচ্ছে ঝালকাঠি বন্ধুসভা। বন্ধুদের প্রতিনিয়ত কার্যক্রম আমাদের ভাবায়। এই তরুণেরাই ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’

সহসভাপতি সাব্বির হোসেনসহ আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক তাসিন আহমেদ, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, সাংস্কৃতিক সম্পাদক মেহজাবিন ইসলাম, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল রহমান, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, রিয়ানা হক, লামিয়া ইসলাম, মুনিয়া আক্তার, কনা আক্তার, রুবি আক্তার, এম কে আমিন, প্রিন্স মাহমুদ, সাকিব আল হাসান, স্বর্না দেবনাথ, চাঁদনী, অলি উল্লাহ, মিমি আক্তার, নিরব তালুকদারসহ অন্যরা।

বক্তব্য শেষে বন্ধুসভার বন্ধু চাঁদনী নৃত্য পরিবেশন করেন, প্রিন্স ও কুশল গান গেয়ে শোনান, মাইসা ও সাকিব কবিতা আবৃত্তি করেন। সবশেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি খান জাহান রিমন।

সহসভাপতি, ঝালকাঠি বন্ধুসভা