ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক সেমিনার

হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক সেমিনার
ছবি: বন্ধুসভা

দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে চলেছে। এমন অবস্থায় দরকার সচেতনতা। সেই লক্ষ্যে ৫ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক সেমিনারের আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

এদিন দিনাজপুরের কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে আলোচনা করেন বন্ধু নাসিম আহমেদ। তিনি বলেন, ‘তীব্র জ্বর, মাথাব্যথা, বমি, হাড়ে ব্যথা, মেজাজ খিটখিটে হওয়া ডেঙ্গু রোগের অন্যতম লক্ষণ।’

সেমিনারে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে
ছবি: বন্ধুসভা

কারও ডেঙ্গু হলে আমাদের করণীয় কী, সে বিষয়ে বন্ধু মাহিয়া জান্নাত জানান, এ রোগে কেউ আক্রান্ত হলে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ মেনে চলা, ডাবের পানি ও স্যালাইন খেতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে আমাদের আশপাশ পরিষ্কার রাখতে হবে, জমে থাকা পানি ফেলে দিতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে আলোচনা করেন বন্ধু সিনথিয়া তাবাসসুম। সেমিনার পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রিজুয়ানুল হক সৌমিক।

সভাপতি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা