ঝিনাইদহে বন্ধুদের গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ ক্যাম্পেইন

পথচারী ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুদের গাছের চারা বিতরণ
ছবি: বন্ধুসভা

গত ২৭ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে ঝিনাইদহ বন্ধুসভা। ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে এদিন জেলা শহরের মুজিব চত্বরে সাধারণ মানুষের মধ্যে ১৫০টি ফলদ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করেন বন্ধুরা।

কর্মসূচিতে বন্ধুরা পোস্টারের মাধ্যমে বৃক্ষরোপণে মানুষকে উৎসাহ দিতে বিভিন্ন স্লোগান দেন। তারপর শহরে চলাচলকারী পথচারী, রিকশা ও ইজিবাইক চালকদের মধ্যে মেহগনি, গামারি, আমলকী, হরীতকী, বহেরা, পেয়ারা, লেবু, কড়ই ও অন্যান্য গাছের চারা বিতরণ করা হয়।

পরবর্তীতে বিভিন্ন সময় বন্ধুসভার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও প্রতিভাস এবং প্রজাপতি স্কুলের অভিভাবকদের মধ্যে আরও ২০০টিসহ মোট ৩৫০টি গাছের চারা বিতরণ করেন বন্ধুরা।

কর্মসূচিতে বন্ধুরা পোস্টারের মাধ্যমে বৃক্ষরোপণে মানুষকে উৎসাহ দিতে বিভিন্ন স্লোগান দেন
ছবি: বন্ধুসভা

এ কর্মসূচির সমন্বয়ক হিসেবে ছিলেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস তাজ। বাস্তবায়নে উপস্থিত ছিলেন সভাপতি আবু রেজা ইমরান, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, প্রচার সম্পাদক জিসান আহাম্মদ, কার্যনির্বাহী সদস্য হাবিবুল্লাহ, কাজী জান্নাতুলসহ অন্য বন্ধুরা।

এ ছাড়া অনলাইনে গত ২১ জুলাই থেকে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত মাসব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিযোগিতা-২০২৩’ নামক একটি ক্যাম্পেইন করা হয়। এ ক্যাম্পেইনের বিজয়ী নির্বাচনপ্রক্রিয়া চলমান। বিজয়ীদের নামের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা