বছরব্যাপী ভালো কাজ করার প্ল্যাটফর্ম বন্ধুসভা

কেক কাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনছবি: বন্ধুসভা

কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশনা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ১২ নভেম্বর বিকেলে শহরের জেলা স্কাউটস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান। এ সময় তিনি একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

আলোচনা পর্বে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক গোলাম রশীদ, বর্তমান সভাপতি আরাফাত মিলেনিয়াম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আলীউজ্জামান নূর। বন্ধুসভা নিয়ে নতুন বন্ধুদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন মাসরুফা খাতুন, রামিজ আহমেদ ও সৈয়দ নাফিউল হাসান।

বক্তারা বলেন, ‘বন্ধুসভা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বন্ধুরা দেশের যেকোনো দুর্যোগে জনমানুষের সাহায্যার্থে ঝাঁপিয়ে পড়েন। স্বার্থহীনভাবে কাজ করে থাকেন। নিয়মিত পাঠচক্রের মাধ্যমে বন্ধুরা নানাবিধ জ্ঞানার্জন করেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসে। ঈদের খুশি সুবিধাবঞ্চিতদের মধ্যে ভাগ করে নেন। বছরব্যাপী ভালো কাজ করার প্ল্যাটফর্ম বন্ধুসভা। বন্ধুরাই সমাজ বদলে এগিয়ে আসবে বলে আমরা আশা করি।’

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশ করেন বন্ধু ফারিহা খান, মিতু ও রামিজ আহমেদ। প্রথম আলোকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বন্ধু নাজিফা আনজুম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করেন বন্ধু রাকিবুল হাসান। ‘ছড়া’ শোনান ছোট্ট বন্ধু আলী আসগার। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক আরেফিন অপু, কার্যনির্বাহী সদস্য সোনিয়া খাতুন, বন্ধু ফারাহ্ উলফাৎ, ফাতিমা খাতুন, ফাবিহা ফারজানা, মনি আক্তার, মেঘলা খাতুন, মঈন আহমেদ, মুশফিক মাহাদি, সৈয়দ নুরুল আমিরুল মোমেনিন, সাকিব ইসলাম, জুবায়ের আহমেদ, আহমেদ ওয়ালিদ, সাকিল আহমেদ, সোহান আলী, সারোয়ার জাহান, মো. মারুফ ও মো. ফারদিনসহ অন্য বন্ধুরা।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা