প্রথম আলো চরে বই উৎসব

নতুন বই নিয়ে বাড়ি যাচ্ছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

‘নতুন বই পড়ার মজাই আলাদা। আমি আজ থেকেই বই পড়া শুরু করব।’ বছরের প্রথম দিনেই হাতে নতুন বই পেয়ে কুড়িগ্রামে প্রথম আলো চর আলোর পাঠশালার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার এভাবেই খুশি হয়ে অভিব্যক্তি ব্যক্ত করে।

বই বিতরণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

১ জানুয়ারি বছরের প্রথম দিনেই কনকনে শীতের সকালে কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা ছুটে যান প্রথম আলো চর আলোর পাঠশালায়। প্রথমেই শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর সবার মধ্যে নতুন বই উপহার দেন। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে।

বই উৎসবে উপস্থিত ছিলেন প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষকেরাসহ কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সফি খান, মোখলেসুর রহমান, আসিফ ওয়াহিদ, সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক ভুবন কুমার, শাহিন, শরীফ, এনামুল, দীপ্ত, হৃদয়, শিমু, তাকিয়া, বাঁধন প্রমুখ।