বধ্যভূমিতে সাতক্ষীরা বন্ধুসভার মোমবাতি প্রজ্বালন

সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পেছনে অবস্থিত বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে ২৫ মার্চ কালরাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সাতক্ষীরা বন্ধুসভাছবি: বন্ধুসভা

চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী নিভিয়ে দিতে চেয়েছিল জাতির সব দীপ্তশিখা। তবে তারা পারেনি। বিজয়ের সূর্য সগৌরবে ঠিকই উদিত হয়েছে বাংলার আকাশে। সূর্যসন্তানেরা আজও আলোকবর্তিকা হয়ে আছেন আমাদের চেতনায়।

সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পেছনে অবস্থিত বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে ২৫ মার্চ কালরাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সাতক্ষীরা বন্ধুসভা। ২৫ মার্চ সকাল ১০টায় অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও সন্ধ্যা সাতটায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোকাররাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, অর্থ সম্পাদক সাগরিকা আক্তার, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. পারভেজ, ইমতে জামিল, রহমতুল্লাহ, অর্ণবসহ অন্য বন্ধুরা।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা