নতুন জামা পেয়ে শিশুদের উচ্ছ্বাস

সিলেট বন্ধুসভার উপহার দেওয়া নতুন জামা হাতে উচ্ছ্বসিত শিশুরাছবি: বন্ধুসভা

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। এই আনন্দটুকু নিম্ন আয়ের মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে উদ্যোগ নিয়েছে সিলেট বন্ধুসভা। তারই অংশ হিসেবে জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়নে ২৯ মার্চ বন্ধুসভার বন্ধুরা ছুটে যান সিলেটের বাঘমারা গ্রামে।

সেখানে অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে রঙিন জামা বিতরণ করা হয়। যার মধ্যে ছিল ৩০টি নতুন পাঞ্জাবি ও ২৫টি নতুন জামা। পাশাপাশি সিলেট বন্ধুসভার বন্ধুরা ৫০টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫০০ গ্রাম ময়দা, ৫০০ গ্রাম চিনি, ১ প্যাকেট সেমাই ও ২৫০ গ্রাম গুঁড়া দুধ।

ঈদ উপলক্ষে নতুন জামা পেয়ে শিশুরা বেশ উচ্ছ্বসিত ছিল। সাগর নামের সাত বছরের এক ছেলে অনুভূতি ব্যক্ত করার সময় বলে, ‘ঈদে এই সুন্দর পাঞ্জাবি পরে বাবার সঙ্গে ঘুরতে যাব। মামার বাড়ি বেড়াতে যাব।’ মমতা নামের আট বছরের এক মেয়ে বলে, ‘নতুন জামা পেয়ে খুবই ভালো লাগছে। আমি অনেক খুশি।’ মো. আদম নামের একজন বলে, ‘আমরা দিন আনি দিন খাই। আমাদের এখানে খুব একটা সহযোগিতা আসে না। আপনারা এগুলো দিতে আসছেন দেখে খুব খুশি হয়েছি।’

বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার উপদেষ্টা প্রণব কান্তি দেব, শুভাকাঙ্ক্ষী ইকবাল সাঁই ও আশরাফুল ইসলাম।

এদিকে সিলেট বন্ধুসভার দুজন বন্ধু সম্পূর্ণ নিজ উদ্যোগে ৩৫টি পরিবারের মধ্যে রঙিন জামা, খাদ্যসামগ্রী ও ৩০টি শিশুতোষ বই বিতরণ করেছেন।

সিলেট বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা প্রণব কান্তি দেব বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এখানে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আজ বন্ধুসভার সঙ্গে অংশগ্রহণ করে ভীষণ ভালো লাগছে। আশা করব, এ রকম কার্যক্রম যেন অব্যাহত থাকে।’

সিলেটের সংগীতশিল্পী ও বন্ধুসভার শুভাকাঙ্ক্ষী ইকবাল সাঁই বলেন, ‘এ রকম মহৎ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সিলেট বন্ধুসভা সুন্দর সুন্দর কাজ করে। আমি তাদের মঙ্গল কামনা করি।’

বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর শ্যাম, সমীর বৈষ্ণব, দেব দুলাল রায়, ফয়সাল আহমেদ, রেজাউল হক, মাজেদুল ইসলাম, সুবর্না দেব, সাজন বিশ্বাস ও সৈনিক বৈষ্ণব।

সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা