‘সৃজনশীলতাকে বিকশিত করতে লেখালেখি করা প্রয়োজন’

কর্মশালা শেষে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা
ছবি: বন্ধুসভা

‘লেখালেখি মানুষের মনোজগতে অনেক বেশি প্রভাব ফেলে। আমাদের সৃজনশীলতাকে বিকশিত করতে লেখালেখি করা প্রয়োজন।’ বলছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান। ৮ জুলাই নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ‘সংবাদপত্র প্রতিবেদন ও ফিচার’ বিষয়ে লেখালেখি কর্মশালার আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা।

সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। কুশল বিনিময় ও পরিচয় পর্ব শেষে শুরু হয় কর্মশালা। প্রথমেই আলোচনা করা হয় সংবাদপত্র প্রতিবেদন নিয়ে। এ সময় বন্ধুদের সংবাদ লেখার প্রাথমিক নিয়মকানুন, সংবাদের ধরন এবং সংবাদে যা যা উল্লেখ করা উচিত, তা নিয়ে হয় হাতেখড়ি। প্রশিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘সঠিক সংবাদ একমাত্র সংবাদপত্রেই আসে। ফেসবুকে আসে না। আমাদের সংবাদপত্র পড়তে হবে। মুখে শোনা খবর কখনো সংবাদ নয়। সঠিক তদন্ত ছাড়া কখনো সংবাদ গ্রহণযোগ্যতা পায় না। সম্পাদনা ছাড়া সংবাদ হয় না। প্রাত্যহিক জীবন থেকেই আমাদের সংবাদ খুঁজে নিতে হয়। চিঠিপত্র ও কলাম লেখার মাধ্যমে আমাদের হাতেখড়ি হতে পারে। প্রাত্যহিক জীবনে ব্যবহৃত শব্দ ও সংবাদপত্রে ব্যবহৃত শব্দ কিছুটা আলাদা হবে।’

প্রশ্নোত্তর পর্বে যুগ্ম সাধারণ সম্পাদক জ্যানিসা আফরোজ প্রশিক্ষকের কর্মজীবনের অভিজ্ঞতা জানতে চাইলে মাহবুবুর রহমান তাঁর জীবনের একটা ঘটনা বর্ণনা করেন। ২০০৫ সালের ২১ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত ‘জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি’ শিরোনামে লেখা প্রতিবেদনটির পেছনের কাহিনি শোনান। যেটা তাঁর সাংবাদিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

একপর্যায়ে তিনি নোয়াখালীতে সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত একটি ঘটনাকে টেনে প্রতিবেদন লেখার কলাকৌশল দেখান। তিনি বলেন, ‘একটি সংবাদ লিখতে হলে প্রথমে যা থাকতে হবে, তা হচ্ছে কৌতূহল। সংবাদ লিখতে ছয়টি উপাদান জানা প্রয়োজন। প্রভাব, সময়োপযোগিতা, বিশিষ্টতা, নৈকট্য, উদ্ভট, দ্বন্দ্ব, মুদ্রা এবং মানুষের স্বার্থ। এ ছাড়া ঘটনা কখন, কোথায়, কীভাবে ঘটেছে, তা বিস্তরভাবে জানতে হবে। নোট করতে হবে।’

আলোচনা করছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান
ছবি: বন্ধুসভা

এরপর ফিচার লেখার কৌশল, ফিচারের উপাদান, একটা ফিচারকে কীভাবে আকর্ষণীয় করা যায় ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়। মাহবুবুর রহমান বলেন, ‘একটা সাধারণ সংবাদ প্রতিবেদনকে বলা হয় হার্ড নিউজ এবং ফিচারকে বলা হয় সফট নিউজ। একটি ফিচারে মানবিক আবেদন থাকা প্রয়োজন।’

ফিচার নিয়ে আরও আলোচনা করেন নোয়াখালী বন্ধুসভার সাবেক সভাপতি সুমন নূর। সুমন নূর বলেন, ‘একজন ফিচার লেখক ইচ্ছেমতো সাহিত্যের ভাষায় ফিচার লিখতে পারেন। শব্দ ও বাক্য প্রয়োগে যে যত দক্ষ, তার ফিচারটি হয়ে ওঠে তত আকর্ষণীয়। ফিচারের শুরুটা এমনভাবে করতে হবে, যেন একজন পাঠক পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারেন এবং শব্দগুলো সাবলীল ও ঝরঝরে হতে হবে।’

অনুভূতি জানিয়ে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক তাজকির হোসেন বলেন, ‘লেখালেখি নিয়ে আগ্রহ অনেক দিনের। আজ নতুন অনেক কিছু শিখেছি; যা আমাকে লেখালেখির প্রতি আরও বেশি আগ্রহী করে তুলেছে। আশা করি, লেখার হাত আরও শাণিত হবে।’

আরেক বন্ধু আফরিনা ইসলাম বলেন, ‘বাসায় নিয়মিত পত্রিকা পড়ি। পত্রিকায় প্রকাশিত বিভিন্ন ফিচার পড়ে ভাবতাম, ইশ্‌! এমন যদি লিখতে পারতাম। আজ ফিচার নিয়ে জানার পর হয়তো নিজেই লিখতে পারব।’

বেলা সাড়ে ১১টায় সহসভাপতি আবু তাহেরের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালা শেষ হয়। সঞ্চালনা করেন আসিফ আহমেদ। কর্মশালায় অন্তত ৪০ জন বন্ধু অংশ নেন।

সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা