শিশুদের যত্ন নিলে তারা একদিন দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে

চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ছবি: বন্ধুসভা

শিশুরা ফুলের মতো। এদের যত্ন নিলে প্রত্যেকেই একদিন দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঢাকা মহানগর বন্ধুসভার আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইফতেখার উদ্দিন।

এদিন সকালে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে জায়ফা হোসেন, জান্নাতুল ফেরদৌস ও সাফায়েত। রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে হেনা আক্তার, শান্ত বেপারি ও মারুফুল ইসলাম। তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিজেদের আঁকা ছবি দেখাচ্ছে শিশুরা
ছবি: বন্ধুসভা

ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইমুম বৃষ্টির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলি রাণি দেব বলেন, ‘আমাদের বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে তারা এখানে পড়তে আসে। এই শিশুদের মধ্যে এ রকম একটি প্রতিযোগিতা পড়ালেখার প্রতি আরও আগ্রহী করে তুলবে।’

ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ শিশুদের মধ্যে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জানান ভবিষ্যতেও শিশুদের নিয়ে তাদের কাজ অব্যাহত রাখবে প্রথম আলো বন্ধুসভা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা