দেশ–বিদেশের ইতিহাস ও ঐতিহ্য জানতে বইপাঠের বিকল্প নেই। একটি বই চলমান পাঠাগারের মতো। পাঠাগার থেকেই জ্ঞান আহরণ করা যায়, বিশ্ব প্রকৃতি সম্পর্কে সবকিছু শেখা যায়। পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে।
ঝালকাঠিতে বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। ২৪ অক্টোবর ঝালকাঠি বন্ধুসভার সহযোগিতায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
এদিন জেলার ৭টি পাঠাগারকে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার। তিনি বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার প্রবণতা কমে গেছে। এই প্রবণতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়াকে সহশিক্ষা হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান, ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মুহিত খান, সাধারণ সম্পাদক বীথি শর্মা বণিক, বন্ধু কনা মিরাজ, শাকিল রনি, সোহান খানসহ অনেকে।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা