‘আমার মাটি, আমার দায়, গাছ রোপণে, বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২৯ জুন শহরের জেলা জজকোর্টের আশপাশে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করেন বন্ধুরা।
প্রথম ধাপে ১০০ চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোপণ করা হবে বলে জানান বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ছবির হোসেন, ইসরাত জাহান সোনালী, প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ। তাঁরা বলেন, ‘সুন্দরভাবে বেঁচে থাকার জন্য গাছ বড় ভূমিকা পালন করে। গাছের ছায়াতলে বেড়ে উঠেছে মানবসভ্যতা। জীবজগতকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড গ্রহণ ও নিঃসরণের যে চক্র, তা নিয়ন্ত্রণ করে গাছপালা। তাই আমাদের প্রয়োজন পরিবেশ রক্ষায় উপযোগী বৃক্ষরোপণ ও তা পরিচর্যা করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি মুহিত খান, সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাহরিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক মো. রাফি, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক তাহামিনা আইরিন, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ইয়াসমিন, বন্ধু সাহারিয়া ইসলাম, উজ্জ্বল রহমান, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম, উজ্জ্বল দুয়ারি, সৈয়দ হান্নানসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা