বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। পয়লা বৈশাখ, সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নীল দিঘির ঘাটে এই আয়োজনে মিলিত হন বন্ধুরা।
শুরুতেই ছিল রঙিন পোশাকে সজ্জিত বন্ধুদের ফটোসেশন। এরপর পান্তাভাত, আলুভর্তা, পাট শাক ও মাছভাজা দিয়ে বাঙালিয়ানায় ভরপুর প্রাতরাশ পরিবেশন করা হয়। খাবার নিজ হাতে তৈরি করে আনেন বন্ধু সানজিদ মুনতাসীর ও সায়মা।
নববর্ষের শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে কাটা হয় একটি কেক, যার ওপর লেখা ছিল ‘শুভ নববর্ষ ১৪৩২’। এরপর শুরু হয় গান, কবিতা ও আড্ডার পর্ব। কেউ গেয়ে শোনান প্রিয় গান, কেউ আবৃত্তি করেন বাংলা কবিতা, কেউবা মেতে ওঠেন গল্প-আড্ডায়। আয়োজনজুড়ে ছিল প্রাণের ছোঁয়া আর আনন্দের রং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আবু রায়হান, সহসভাপতি ইসরাত জাহান ও উর্মি বণিক, সাধারণ সম্পাদক নাহিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে মেহেরুন সরকার, অর্থ সম্পাদক সানজিদ মুনতাসীরসহ অন্য বন্ধুরা। তাঁরা বলেন, এই আয়োজন শুধু নববর্ষ উদযাপন নয়, বরং ছিল বন্ধুত্ব, সংস্কৃতি ও ঐতিহ্যের এক চমৎকার মিলনমেলা। বন্ধুসভার এই আয়োজন প্রমাণ করে যে নতুন বছর মানে শুধু দিনপঞ্জিকার পাতা উল্টে যাওয়া নয়, বরং হৃদয়ে নতুন স্বপ্ন বোনার সূচনা।