আগামীকাল লেখক বন্ধু উৎসব

লেখক বন্ধু উৎসব ২০২৫

সারা দেশের বন্ধুসভার অসংখ্য বন্ধু নিয়মিত লেখালেখি করেন। অনেকের প্রকাশিত বই রয়েছে। কেউ কেউ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন। এই লেখক বন্ধুদের লেখার মান উন্নয়ন এবং লেখালেখিতে আরও উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘লেখক বন্ধু উৎসব ২০২৫’। বন্ধুসভা জাতীয় পর্ষদের উদ্যোগে আগামীকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী এ উৎসব চলবে।

উৎসবে সারা দেশের নির্বাচিত লেখক বন্ধুরা অংশ নেবেন। লেখালেখির বিষয়ভিত্তিক কর্মশালা ছাড়াও উৎসবে উন্মুক্ত আলোচনা, লেখক বন্ধু আড্ডা, লেখক-প্রকাশক আড্ডা ও সেরা পাঁচ লেখক বন্ধু সম্মাননাসহ নানা চমক থাকবে।

কর্মশালায় আলোচক হিসেবে থাকবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, কবি কামরুজ্জামান কামু, কথাসাহিত্যিক ও মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, সুবর্ণ প্রকাশনীর প্রকাশক শাহরিন হক, নৈঋতা ক্যাফের প্রকাশনা উপদেষ্টা রাহেল রাজিব, স্বরে অ প্রকাশনীর প্রকাশক আবু বকর সিদ্দিক রাজু এবং প্রথম আলোর অন্য আলো জ্যেষ্ঠ সহসম্পাদক (সাহিত্য) ফিরোজ এহতেশাম।

উৎসবের বিষয়ে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘পাঠক সংগঠন হিসেবে প্রথম আলো বন্ধুসভার অন্যতম কাজ হচ্ছে পড়া ও লেখালেখি করা। আর যাঁরা পড়েন, তাঁরা ভালো লিখতেও জানেন। প্রথম আলো পত্রিকা ও বন্ধুসভার ওয়েবসাইটসহ বিভিন্ন পত্রিকায় অনেক বন্ধু নিয়মিত লেখালেখি করেন। আমরা চাই, বন্ধুদের মধ্যে যাঁরা লেখালেখি করেন, তাঁদের দক্ষতা বৃদ্ধি করে আরেকটু উৎসাহিত করতে। সেই চাওয়া থেকেই দ্বিতীয়বারের মতো লেখক বন্ধু উৎসবের আয়োজন। আশা করি, এই উৎসবের মধ্য দিয়ে লেখক বন্ধুদের লেখার মান আরও ভালো হবে। আর যাঁরা এখনো লেখা শুরু করেননি, তাঁরাও উৎসাহিত হবেন।’

লেখক বন্ধু উৎসব উপলক্ষে এর আগে গত ২৮ ও ২৯ মে এবং ১ ও ৫ জুন চার পর্বে ভার্চ্যুয়ালি লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিবন্ধনের মাধ্যমে সারা দেশের অসংখ্য বন্ধু অংশগ্রহণ করেন। ‘ফিচার’, ‘কবিতা’, ‘ গল্প’ ও ‘সংবাদ’—এ চার বিষয়ের ওপর চার পর্বে প্রশিক্ষণ দেন যথাক্রমে প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন, কবি কামরুজ্জামান কামু, কথাসাহিত্যিক মোহিত কামাল এবং প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ।

আয়োজন সহযোগী হিসেবে রয়েছে সুবর্ণ প্রকাশনী, নৈঋতা ক্যাফে ও স্বরে অ প্রকাশনী।