রাত তো বটেই, দিনেরও অধিকাংশ সময় কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে চারপাশ। হাড়কাঁপানো পৌষের এই শীতে মানিকগঞ্জের ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। রাস্তাঘাটে মানুষ কম বের হওয়ায় খেটে খাওয়া মানুষের উপার্জনও কমে গেছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে জেলা শহরে শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে চিতই ও ভাপা পিঠা বিতরণ করেন মানিকগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।
৬ জানুয়ারি রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শীত উপেক্ষা করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও খোন্দকার ল কলেজ এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে এসব পিঠা বিতরণ করা হয়। বন্ধুদের বাড়িতেই এসব পিঠা তৈরি করা হয়। মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আবু সালেহ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সুপ্রিয় জামান, অর্থবিষয়ক সম্পাদক সজীব হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সৌরভ মাহমুদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সুমাইয়া আফরিন ঘুরে ঘুরে এসব পিঠা বিতরণ করেন।
পিঠা পেয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায় এসব ছিন্নমূল মানুষের মধ্যে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খোরশেদ আলম মানিকগঞ্জে দিনমজুরির কাজ করতে এসেছেন। পিঠা পাওয়ার পর উচ্ছ্বাস জানিয়ে তিনি বলেন, ‘বাড়িত বউপোলাপান রাইখে আমরা ইখানে কাম করব্যার আসছি। ইবার এহনো শীতের পিঠা খাওন হয় নাই। তোমরা আমাক পিঠা দিছ। তোমাদের মঙ্গল হোক।
মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আবু সালেহ বলেন, ‘মানিকগঞ্জে অনেক ছিন্নমূল মানুষ ভাসমান অবস্থায় থাকেন। ভাবলাম, তাঁরা তো পরিবার-পরিজন থেকে দূরে। আমরা রাতের বেলা শহরে সুবিধাবঞ্চিত মানুষদের পিঠা খায়েছি।’
সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ বন্ধুসভা