গণিত আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে

সিলেট আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরাছবি: বন্ধুসভা

কুয়াশাচ্ছন্ন শীত উপেক্ষা করে খুদে গণিতপ্রেমীদের নিয়ে সিলেটে হয়ে গেল ডাচ্‌–বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। ২৫ জানুয়ারি নগরীর মেজরটিলা স্কলার্সহোম স্কুলে এটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের অসংখ্য শিক্ষার্থী।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন সংস্থাটির সহসভাপতি ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং ডাচ্-বাংলা ব্যাংকের পতাকা উত্তোলন করেন সিলেট শাখার উপব্যবস্থাপক ইমরান ইবনে আহাদ। এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রি শেখর চক্রবর্তী, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ প্রমুখ।

উৎসবের উদ্বোধন করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে তোমরা আজ একত্র হয়েছ একটি মহান লক্ষ্যকে সামনে রেখে। তোমাদের মতো খুদে গণিতবিদেরাই একদিন গণিতবিশারদ হবে। তোমরা হবে জাতির সূর্যসন্তান, আগামীর বাংলাদেশ। পরীক্ষা বড় কিছু নয়, তোমাদের বড় হয়ে ওঠার এটি একটি পথের ধার। তোমাদের ভবিষ্যৎ আলোকিত হোক।’

শুভেচ্ছা বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক সিলেট শাখার উপব্যবস্থাপক ইমরান ইবনে আহাদ বলেন, ‘গণিত শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, গণিত আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। গণিত উৎসবে অংশগ্রহণ করে তোমরা তোমাদের প্রতিভার বিকাশ ঘটাবে। তোমাদের জন্য শুভকামনা রইল।’

এক ঘণ্টার পরীক্ষা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। পরে বরাবরের মতো আয়োজিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের গণিতবিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী, সিলেটের মুরারিচাঁদ কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাগর বিশ্বাস ও দিলীপ চন্দ্র রায়।

ডাচ্‌–বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব বাস্তবায়নে কাজ করেন সিলেট বন্ধুসভা, মেট্রোপলিটন বন্ধুসভা ও মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এক শিক্ষার্থী প্রশ্ন করে, গণিতের ভয় কী করে দূর করা যায়? জবাবে অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘গণিতের প্রতি আগ্রহ তৈরি করার জন্যই তো আমরা গণিত অলিম্পিয়াডের আয়োজন করে থাকি, যাতে তোমাদের মধ্যকার এ গণিতভীতি দূর হয়ে যায়।’

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় আঞ্চলিক গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট বন্ধুসভা, মেট্রোপলিটন বন্ধুসভা ও মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ফারিহা হক।

ম্যাগাজিন সম্পাদক, সিলেট বন্ধুসভা