বাংলা ভাষার জন্য যাঁরা বুক চিতিয়ে লড়েছিলেন, নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনন্য উদ্যোগ ভাষাসৈনিক সুলতান বইমেলা। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে ঘিরে আয়োজিত এই মেলা যেন বইয়ের পাতায় পাতায় বাঙালির ভাষা আন্দোলনের অমলিন ইতিহাসকে জাগিয়ে তোলে।
এবারের বইমেলায় প্রথমা প্রকাশনের সহযোগিতায় স্টল দিয়েছে পঞ্চগড় বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। জেলা সরকারি অডিটরিয়াম চত্বরে অনুষ্ঠিত বইমেলাটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভাষা আন্দোলনের এক নিভৃতপ্রাণ সংগ্রামী মোহাম্মদ সুলতানের নামেই নামকরণ করা হয়েছে বইমেলার। ১৯৫২ সালের সেই উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কালো পতাকা উত্তোলনকারী চারজনের মধ্যে তিনি একজন। পঞ্চগড় জেলার (তৎকালীন দিনাজপুর জেলা) বোদা উপজেলার মাঝগ্রামে জন্ম নেওয়া এই ভাষাসৈনিক কেবল ভাষার অধিকারেই নন, আজীবন সাহিত্যের সাধনাতেও নিজেকে নিবেদিত রেখেছিলেন। এ ছাড়া তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সহসভাপতি ছিলেন।
অগণিত পাঠক, লেখক ও বইপ্রেমীদের পদচারণে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নানা প্রকাশনীর স্টলের ভিড়ে প্রথমা প্রকাশনের স্টল যেন আলাদা এক দীপ্তি ছড়িয়ে যায়। নতুন বইয়ের গন্ধ, ঝকঝকে প্রচ্ছদ আর পাঠকের কৌতূহলী চোখে ফুটে ওঠে অক্ষরের প্রতি অকৃত্রিম ভালোবাসা।
স্টল সাজানো হয়েছে সমসাময়িক লেখকদের জনপ্রিয় গ্রন্থ থেকে শুরু করে গবেষণামূলক বই, প্রবন্ধ, স্মৃতিকথা ও সাহিত্যের সমৃদ্ধ সম্ভার দিয়ে। বিশেষ করে সদ্য প্রকাশিত বইগুলো পাঠকদের নজর কেড়েছে। বন্ধুসভার বন্ধুদের তত্ত্বাবধানে স্টলের সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ।
সাংগঠনিক সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা