‘শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে সেতুবন্ধ’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে পৌর এলাকার চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা জানানো হয়ছবি: বন্ধুসভা

‘শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে সেতুবন্ধ। সম্পর্কটি এমন হবে, যেন কোনো শিক্ষার্থী যেকোনো প্রয়োজনে নিঃসংকোচে শিক্ষকের সাহায্য নিতে পারে। মনের কথা, সমস্যার কথা নির্ভয়ে বলতে পারে। শিক্ষকদের ভালোবাসা শিক্ষার্থীদের জীবনে আশীর্বাদস্বরূপ। তাঁদের নির্দেশনা মেনে চললে জীবনে সফলতা আসবেই। তাই গুরুজনদের দেখামাত্রই শ্রদ্ধা জানাতে হবে।’

৬ অক্টোবর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকদের প্রতি সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনাপর্বে শিক্ষকেরা তাঁদের শিক্ষকতা জীবনের নানা গল্প ও অভিজ্ঞতা তুলে ধরেন।

শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক
ছবি: বন্ধুসভা

শুরুতেই চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্ধুরা। এরপর সবাইকে একটি করে বই উপহার দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘যেকোনো পশ্চাৎপদ জনপদকে এগিয়ে নিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য বিদ্যালয়ের শিক্ষকদের শ্রম দিতে হয়। তাঁদের অনেক ত্যাগ-তীতিক্ষা ও কষ্টের ফসল শিক্ষার্থীদের সফলতা।’

রফিকুল ইসলাম বলেন, ‘এ বিদ্যালয় থেকে পাঠ নিয়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তারাও বিদ্যালয়কে নিয়ে গর্ব করে। এখনো দেখা হলে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুল করে না। শিক্ষার্থীদের শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়া একজন শিক্ষক হিসেবে গর্বের।’

শিক্ষকদের নিয়ে অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীরাও
ছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘একজন শিক্ষক হলেন প্রত্যেক শিক্ষার্থীর জীবনের সেই আশার আলো, যিনি সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের উন্নতির পথে নিয়ে যান। শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’ তিনি আরও বলেন, বন্ধুসভা বরাবরই ভালো এবং শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পক্ষ থেকে প্রতিবছরই শিক্ষক এবং গুণীজনদের সম্মাননা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরিফা আশরাফি ও নবম শ্রেণির শিক্ষার্থী মাসুদ রানা। এ সময় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মাশরফা খাতুন, আল মাহমুদ, মইন আলী, নাফিউল হাসান, জুবায়ের আহমেদ, সৈয়দ নুরুল আমিরুল মোমেনীনসহ আরও অনেকে।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা