স্বাধীনতা দিবসে জেলা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন সিরাজগঞ্জ বন্ধুসভার

জেলা স্মৃতিস্তম্ভে সিরাজগঞ্জ বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ২৬ মার্চ সকালে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বন্ধুরা।

উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রাসেল সেখ, সাধারণ সম্পাদক নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম সেখ, সহসাংগঠনিক সম্পাদক সাথী খাতুন, প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মারুফা খাতুন।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা