গাজীপুর বন্ধুসভার পাঠচক্র ও সাংগঠনিক বৈঠক
প্রথম আলো বন্ধুসভার সংশোধিত গঠনতন্ত্র নিয়ে পাঠচক্রের আসর ও সাংগঠনিক বৈঠক করেছে গাজীপুর বন্ধুসভা। ৩ মে প্রথম আলো গাজীপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে সভাপতি বাবুল ইসলাম বন্ধুদের গঠনতন্ত্র নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আলোচনা করেন। সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় বন্ধুরা গঠনতন্ত্রের বিভিন্ন অনুচ্ছেদ পড়েন।
পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে গাজীপুর বন্ধুসভাকে কীভাবে আরও গতিশীল করা যায়, এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মন্ডল, অর্থ সম্পাদক মনসুরুল হক, সাংস্কৃতিক সম্পাদক মারফুয়া আহমেদ, বন্ধু জাহাঙ্গীর আলম, নাজমুল হোসাইন, হিরু মিয়াসহ অন্য বন্ধুরা।
সভাপতি, গাজীপুর বন্ধুসভা