মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাবি বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন বন্ধুরা। পরে মাতৃভাষা দিবস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বন্ধুরা বলেন, ‘আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এ দেশের জন্য ছাত্ররা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। প্রতিটি দাবি আদায়ের জন্য ছাত্ররা সব বাধা অতিক্রম করে রাজপথে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে লড়াই চালিয়ে গেছেন। শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি সবুজ কুমার রায়, তহুরা খাতুন, সহসাংগঠনিক সম্পাদক বাঁধন রায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মো. রায়হান, অর্থ সম্পাদক শরিফা নাজনিন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ উদ্দিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুইটি সাহা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম, বইমেলা সম্পাদক শ্রাবন্তী সরকারসহ অন্য বন্ধুরা।
সভাপতি, রাবি বন্ধুসভা