‘যাকে সব জানি তাকেও সব জানিনে’

নাটোর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাসে বিনোদিনী আশালতার দাম্পত্য জীবনের সুখ দেখে মনে মনে ঈর্ষা করে। আর প্রকাশ্যে আশালতাকে চোখের বালি বলে মনে করে। বাস্তব জীবনেও আমাদের কারও কারও মধ্যে একে অপরের সুখ সহ্য করতে না পারার অযোগ্যতা রয়েছে। এমন অযোগ্যতা নিয়ে আমরা চলছি প্রতিনিয়ত।

এ জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘যাকে সব জানি তাকেও সব জানিনে।’ এমনই জানা না জানার মনস্তাত্ত্বিক উপন্যাস ‘চোখের বালি’ নিয়ে পাঠের আসর করেছে নাটোর বন্ধুসভা। ১৬ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাবনুর খাতুন।

সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘জ্ঞানের বিকাশের জন্য পাঠচক্র অত্যন্ত ফলপ্রসূ। নিয়মিত পাঠচক্র বা একটি ভালো বই পড়া আমাদের সুন্দর ব্যক্তিত্বের প্রতিফলন।’

আরও বক্তব্য দেন বর্তমান সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা। অন্যান্য বন্ধুরাও বইটি নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক পূজা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আলী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, বন্ধু পিংকি সরকার, পূজা মণ্ডল ও নিয়াজ খান।

সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা