ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। ২৯ সেপ্টেম্বর ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি বন্ধুসভার সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক, সহসভাপতি সাব্বির হোসেন ও কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ইয়াসমিন।
স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান। অতিথিদের মধ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ শুকদেব বাড়ৈ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের জয়ের জন্য, মানবতার জয়ের জন্য, দেশপ্রেমের জন্য তোমাদের এই বিজয়গাথা কাজে লাগাতে হবে। দেশমাতৃকার সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে কাজে লাগাতে হবে। আমি বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর মধ্যে যদি প্রেরণা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তাকে দিয়ে পৃথিবী জয় করানো সম্ভব।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান ইলিয়াস ব্যাপারী, পরিবেশবাদী সংগঠন ঝালকাঠি ক্যাপ্টেন প্লানেটের সভাপতি সামসুল হক, ঝালকাঠি কবিতা চক্রের সাধারণ সম্পাদক আল আমিন বাকলাই, লেখক ও গবেষক কামরুন্নেছা আজাদ, শিক্ষানুরাগী মাহাবুবুজ্জামান স্বপন, প্রথম আলো বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন, প্রথম আলো ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের আশিকুর রহমান ও ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মুহিত খান।
কৃতী শিক্ষার্থীদের মধ্যেও কয়েকজন অনুভূতি প্রকাশ করে। এরপরই শুরু হয় সাংস্কৃতিক পর্ব। একক অভিনয় করেন বন্ধু মাহফুজ বিল্লাহ, কবিতা আবৃত্তি করেন ছোট্ট বন্ধু রুহি ও ঝালকাঠি উদীচীর সভাপতি গোলাম সাঈদ খান। বন্ধুসভার থিম সংগীতের ছন্দে দলীয় নৃত্য পরিবেশন করেন বন্ধু পিয়াল হাসান, সাথী, রোদেলা ও স্বর্ণা। দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করেন বন্ধু মরিয়ম ও ঈশী। ক্লাসিক্যাল গানে নৃত্য পরিবেশন করেন বন্ধু মরিয়ম, ঝালকাঠির থিম সংগীতে দলীয় নৃত্য পরিবেশনায় ছিল বন্ধু পিয়াল, তুহিন, সাথী ও স্বর্ণা। সংগীত পরিবেশনায় ছিল ব্যান্ড ‘পারঘাটা’।
অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করেছেন ঝালকাঠি বন্ধুসভার বন্ধু শাকিল রনি, মশিউর রহমান, উজ্জ্বল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহারিয়া পাপন, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, সহসাংগঠনিক সম্পাদক তাসিন আহমেদ, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, প্রচার সম্পাদক মো. রাফি, সাংস্কৃতিক সম্পাদক মেহজাবিন ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুনিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সিয়াম খান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবা খাতুন, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক তাহমিনা আইরিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির হোসেন, ম্যাগাজিন সম্পাদক রিয়ানা হক, কার্যনির্বাহী সদস্য আজিজুল হক, বন্ধু আরাফাত হোসেন, শাহরিয়ার সীমান্ত, সাকিব আল হাসান, মিম খানম, কনা মিরাজ, রুবি আক্তার, তন্নি আক্তার, দোলন আক্তার, নুসরাত জাহান, মীম আক্তার, চাঁদনী জাহান, আমিনুল ইসলাম, সৈয়দ হান্নান, কুশল সাহা, সাইদুর রহমান, আশিকুল ইসলামসহ আরও অনেকে।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা