কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে রঙিন জামা বিতরণ

রঙিন জামা ও খাদ্যসামগ্রী বিতরণ
ছবি: বন্ধুসভা

ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত ২০ মেয়েশিশুর মধ্যে রঙিন জামা বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বিকেলে নগরের পুরাতন চৌধুরী পাড়া প্রত্যয় উন্নয়ন সংস্থার সম্মেলনকক্ষে এগুলো বিতরণ করা হয়।

উপহার পেয়ে শিশু আনিকা আক্তার বলে, ‘নতুন জামা পেয়ে খুশি লাগছে। গত বছরও আমি নতুন জামা পেয়েছিলাম।’

কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা দিলনাশি মোহসেন বলেন, ‘প্রথম আলো প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক কাজ করে যাচ্ছে। এ ধরনের কাজে মনটা ভরে যায়। শিশুদের রঙিন পোশাক দিয়ে মুগ্ধ আমরা।’ উপদেষ্টা শাহ মো. আলমগীর খান বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখের হাসি আমাদের আপ্লুত করেছে। নতুন জামা পেয়ে ওরা মহাখুশি।’ সাধারণ সম্পাদক সালমা হক বলেন, ‘এ ধরনের আয়োজন কয়েক বছর ধরে আমরা করে আসছি। প্রতিবছর এ সময় শিশুদের রঙিন জামা দেয় বন্ধুসভা।’

শিশুদের হাতে রঙিন জামা
ছবি: বন্ধুসভা

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা রোকেয়া বেগম, মাহমুদা আক্তার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, আলোকচিত্রী এম সাদেক, বন্ধুসভার সহসভাপতি নাজমুস সাকিব, ফয়জুন্নেছা সীমা, সাধারণ সম্পাদক সালমা হক, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দোহা, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কর্মকার, সহসাংগঠনিক সম্পাদক ফারিহা ইসলামসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, কুমিল্লা বন্ধুসভা