ভৈরবে শুরু হলো কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোর ভৈরব অফিসে ভৈরব বন্ধুসভার উদ্যোগে শুরু হলো কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতাছবি: আনাস খান

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ভৈরবে শুরু হয়েছে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা। ৩১ অক্টোবর সন্ধ্যায় উদ্বোধনী দিনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারি হাজী আসমত কলেজ ও রফিকুল ইসলাম মহিলা কলেজ। বিতর্কের প্রস্তাব ছিল ‘মাদক নির্মূলে আইনের প্রয়োগের চেয়ে পারিবারিক ও সামাজিক সচেতনতা অধিক জরুরি’।

প্রথম আলোর ভৈরব অফিসে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম দিন বিজয়ী হয় রফিকুল ইসলাম মহিলা কলেজ। শ্রেষ্ঠ বক্তা হন বিজয়ী দলের দলনেতা।

উদ্বোধনী পর্বে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বন্ধুসভার সভাপতি প্রিয়াংকা, সাধারণ সম্পাদক মানিক আহমেদ ও বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক রিফাত হোসেন।

প্রথম দিন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ভৈরব বইমেলা পরিষদের সভাপতি মতিউর রহমান সাগর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ও কাকলি খেলাঘর ভৈরব শাখার সাধারণ সম্পাদক রিপন নজরুল। সঞ্চালনা করেন বন্ধু প্রিয়াংকা ও মানিক আহমেদ।

বন্ধুরা জানান, ভৈরব বন্ধুসভার বড় পরিসরে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার সূচনা ২০২১ সালে। ওই বছর থেকে ভৈরবসভা ধারাবাহিকভাবে বিতর্ক চর্চা ও প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। এবার প্রথমে কলেজ পর্যায়ে শুরু করা হলো।

আয়োজন শেষে প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় কিশোর আলো ম্যাগাজিন
ছবি: আনাস খান

সভাপতি প্রিয়াংকা ও সাধারণ সম্পাদক মানিক আহমেদ বলেন, ‘প্রতিবছর আমরা স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক একসঙ্গে শুরু করি। এবার স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা শেষে স্কুল পর্যায়ে বিতর্ক শুরু করা হবে।’

বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে ‘ব্রাদার্স শপিং সেন্টার’-এর সৌজন্যে। ভৈরব বন্ধুসভার ফেসবুক থেকে করা হচ্ছে লাইভ সম্প্রচার। লাইভ সমন্বয় করছেন বন্ধু নাহিদ হোসাইন ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামির রহমান। আয়োজন শেষে প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় কিশোর আলো ম্যাগাজিন।

বন্ধু, ভৈরব বন্ধুসভা