‘হামরা গরিব মানুষ, কম্বল কিনিবার পাই না, বাড়িঘর ভাঙা। এই শীতের সময় ঠান্ডাত কোকরা নাগি থাকির লাগে। আইজ তোমারা কম্বল দিলেন, খুব ভালো লাগেছে। এখন এনা কষ্ট কম হইবে।’ নীলফামারীর সৈয়দপুর বন্ধুসভার উপহার দেওয়া কম্বল পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর চড়কপাড়া গ্রামের বাসিন্দা রাহেলা বেগম (৭০)।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের চর কল্যাণপুর গ্রামের বাসিন্দা মালেকা বেগম (৬৯)। কম্বল নিতে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে হাজির হন তিনি। ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা তাঁর হাতে কম্বল তুলে দিতেই দুই চোখ আনন্দে ভরে ওঠে। মালেকা বেগম বলেন, ‘এইবার শুরু থেইক্কা হাড়কাঁপানো শীত পড়তেছে। শীতে হাড় পর্যন্ত ঠকঠক কইরা কাঁপে। এই কম্বল পাইয়া আমি খুশি। শীতে আর কষ্ট পাইতে হবে না। কম্বল গায়ে দিলে ওম হবে।’
সারা দেশে চলছে শীতের দাপট। শীতে সমাজের নিম্ন আয়ের মানুষ, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভুগছেন। তাঁদের কষ্ট লাঘবে রাহেলা ও মালেকা বেগমের মতো দেশব্যাপী এমন অসংখ্য শীতার্তের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো বন্ধুসভা। স্থানীয় বন্ধুসভাগুলো ডিসেম্বর মাস থেকেই এ কার্যক্রম শুরু করেছে। কেউ সম্পূর্ণ নিজেদের অর্থায়নে, আবার কেউ প্রথম আলো ট্রাস্টের সহায়তায় শীতবস্ত্র বিতরণ করছে। বন্ধুরা কম্বল নিয়ে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন।
পৌর এলাকার খুচরা বিক্রেতা, মুচি, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ এবং হরিজনপল্লির মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে সেগুলো দিয়ে গোপালগঞ্জ শহরে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে কম্বল উপহার দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।
এক শীতার্ত বৃদ্ধা বলেন, ‘এই কম্বল পেয়ে আমি খুব খুশি। ছেলেমেয়েরা যেভাবে আমাদের খোঁজখবর নিয়েছে, মনে হয়েছে আমরা অবহেলিত নই।’
খুলনা মহানগরের রেলস্টেশন, সাতরাস্তার মোড়, রূপসা এবং প্রথম আলো খুলনা অফিসের সামনে শীতার্তদের মধ্যে কম্বল উপহার দিয়েছেন খুলনা বন্ধুসভার বন্ধুরা। খুলনা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা যুথি বলেন, ‘এই শহরে চলাফেরা করতে গেলে হাড়কাঁপানো শীতের মুখোমুখি হতে হয়। দিনের বেলা কোনো রকমে কাটিয়ে দিলেও রাতে আরামে কাটাতে গরম কাপড়ের বিকল্প নেই। এসব মানুষের জন্য সামান্য উপকার করতে পেরে আমরা খুশি।’
ঢাকা মহানগর বন্ধুসভাও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। তেজগাঁওয়ের ১৪ নম্বর বস্তি এলাকায় স্বল্প আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বন্ধুরা। শিশু থেকে শুরু করে বয়স্ক ও বিভিন্ন বয়সের মানুষ এই কার্যক্রম থেকে উপকৃত হন।
এ ছাড়া দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, রাজশাহী, বরিশাল, চুয়াডাঙ্গা, রায়গঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওসহ বিভিন্ন বন্ধুসভা শীতবস্ত্র বিতরণ করেছে।