ডিআইইউ বন্ধুসভার স্বাধীনতা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী যাঁরা
স্বাধীনতা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল ডিআইইউ বন্ধুসভা। সম্প্রতি প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
প্রতিযোগিতায় ২৬টি প্রশ্নের মধ্যে সর্বোচ্চ ২২ স্কোর করে প্রথম হয়েছেন বায়েজিদ ইসলাম। ২১ স্কোর করে দ্বিতীয় স্থান অধিকার করেন অনিক মণ্ডল এবং ২০ স্কোর করে তৃতীয় হয়েছেন সানজিদা আখতার।
বন্ধুরা বলেন, কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতাসংগ্রাম ও জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ভবিষ্যতেও এমন জ্ঞানমূলক প্রতিযোগিতার আয়োজন করা হবে।