পান্তা ইলিশে রঙিন নববর্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের পান্তা-ইলিশের বিশেষ ভোজছবি: বন্ধুসভা

বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। পয়লা বৈশাখের এ আয়োজনে ছিল ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের বিশেষ ভোজ, যা বন্ধুসভার সদস্যদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জমে ওঠে উৎসবের আমেজ। বন্ধুসভার বন্ধুরা বাঙালিয়ানা পোশাকে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়। ছিল গান, কবিতা আবৃত্তি ও আড্ডা।

সভাপতি শেখ হামিম বলেন, ‘এই আয়োজন শুধু নববর্ষ উদ্‌যাপন নয়; বরং বন্ধুত্ব ও ঐতিহ্যের মিলনমেলা। আমরা প্রতিবছর এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতিকে উদ্‌যাপন করে থাকি।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা

সাধারণ সম্পাদক রেজনান চৌধুরী বলেন, ‘নতুন বছর যেন সব বন্ধুর জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে, এটাই আমাদের কামনা। বন্ধুসভা সব সময় ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থেকে সামনে এগিয়ে যেতে চায়।’

আয়োজনে অংশ নেওয়া বন্ধুরা জানান, ব্যস্ততার মধ্যে এ ধরনের আয়োজনে অংশগ্রহণ মনকে প্রফুল্ল করে তোলে। নতুন বছরকে ঘিরে নব উদ্দীপনায় কাজ করে যাবেন।

কার্যনির্বাহী সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা