শিশুদের নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার ইফতার
প্রতিবছরের মতো এ বছরও চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করেছে শিশুদের নিয়ে ইফতার। ২৭ মার্চ নগরীর একটি রেস্তোরাঁয় ৫০ শিশুকে নিয়ে ছিল আয়োজন।
চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা জয়শ্রী দাশ বলেন, একটু ভিন্নভাবে এবারের আয়োজন। কোমলমতি শিশুদের মনে আলাদা জায়গা করে নেবে।
উপদেষ্টা সঞ্জয় বিশ্বাস বলেন, ‘প্রতিবছরই এ আয়োজনের জন্য অপেক্ষা করি। এ বছরও ব্যতিক্রম হয়নি।’
উপদেষ্টা জসীম আহমেদ বলেন, এত সুন্দর খাবারের সামনে কেউ কথা শুনতে চাইবে না। এ ধরনের আয়োজন সব সময় হোক।
সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান বলেন, ‘বাচ্চারা সাধারণত বাসায় ছোলা, পেয়াজু খেয়ে থাকে। কিন্তু ফ্রাইড রাইস দিয়েও যে ইফতার হয়, তা ওদের জানা ছিল না। ওদের এই হাসিমাখা মুখ সব সময় আনন্দ দেয়।’
আয়োজন সমন্বয়কারী হিসেবে ছিলেন বন্ধু নুরুজ্জামান খান, সাঈদ আল সোহেল, মাসুদ রানা, ইকবাল হোসেন, ফয়সাল হাওলাদার, আতিয়া ফাইজা ও আমেনা রুমি।
সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা