‘সাহসী সাংবাদিকতার কারণে প্রথম আলো মানুষের হৃদয়ে’

পাঠক ও অতিথিরা
ছবি: বন্ধুসভা

প্রথম আলো এখন শুধু পত্রিকা নয়, একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকেই সাহসের সঙ্গে সমাজের সব শ্রেণির নিপীড়িত, নির্যাতিত মানুষের কথা বলে যাচ্ছে। কখনো কারও কাছে মাথা নত করেনি। সাহসী সাংবাদিকতার কারণেই প্রথম আলো আজ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

ভোলায় ‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এসব কথা বলেন ভোলা বন্ধুসভার উপদেষ্টা ও ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ এরশাদ। ১০ নভেম্বর ভোলা জেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে ভোলা বন্ধুসভা।

সাহসী সাংবাদিকতার কারণে প্রথম আলো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন অতিথিরা
ছবি: বন্ধুসভা

ভোলা জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, যারা সমাজের নির্যাতিত, নিপীড়িত মানুষের কথা বলে, তারাই মানুষের মনে স্থান করে নেয়। প্রথম আলো সেই জায়গা করে নিয়েছে। নাজিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ওমর ফারুক বলেন, প্রথম আলোর শুরুটা হয় সত্য তথ্যের মাধ্যমে। বর্তমানে তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা। আগামী দিনে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বুকেও জায়গা করে নেবে।

ভোলা বন্ধুসভার সভাপতি নাজমুছ ছাকিব বলেন, প্রথম আলো তরুণ প্রজন্মের একটি প্ল্যাটফর্ম, যেখানে তরুণেরা সেচ্ছাসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়াসহ, সৃজনশীল ও ক্যারিয়ারবিষয়ক চর্চা করার সুযোগ পাচ্ছে।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। কবিতা আবৃত্তি ও গান পরিবেশনা করেন বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ভোলা বন্ধুসভা